শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত ১২টি নৌকা এবং ইঞ্জিন জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকা ও সরঞ্জাম ধ্বংস করা হয়। গতকাল নদীর আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইস গেট ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন হাটহাজারীর ইউএনও রুহুল আমীন।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গুণীজন সম্মাননা

চৌদ্দগ্রামে সিএফসিসির উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শাওন পালিত, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর সা মো. মছিহ্ রানা। সিএফসিসির প্রতিষ্ঠাতা পরিচালক ইউসুফ মজুমদার সভাপতিত্ব করেন। -কুমিল্লা প্রতিনিধি

কর্মশালা

আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের আয়োজনে গতকাল বিনা উপকেন্দ্র মিলনায়তনে গবেষণা, সম্প্রসারণ ও কৃষক সমন্বয়ে জাতীয় ফসলের প্রযুক্তি হস্তান্তর বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ইউস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবদুর রৌফ। -মাগুরা প্রতিনিধি

মিলনমেলা

রংপুরে মানবতার সেবক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিএম সৈকত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহামুদ প্রমুখ। সভাপতিত্ব করেন নাসরিন নাজ।

-নিজস্ব প্রতিবেদক, রংপুর

১২ জুয়াড়ি গ্রেফতার

নাারায়ণগঞ্জ সদর মডেল থানার কেন্দ্রীয় বাস টার্মিনালের ৫নং মাছঘাটের জুয়ার আস্তানা থেকে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুসা, শিপু ঘরমি, সোহেল হোসেন, শাহ আলম, রবিন, সজল, আউয়াল, শামসু, খোকন, মোক্তার, মামুন ও মজিবুল হক। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর