শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস জাহানের নামে গতকাল স্কুলের হোস্টেলের নামফলক উন্মোচন করেছেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। ফেরদৌস জাহানের কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা প্রশাসক বলেন, এমন একজন গুণী মানুষের নামে ছাত্রী হোস্টেলটির নামকরণ সত্যি আনন্দের। এ বিদ্যালয়ে ফেরদৌস জাহান ৩৫ বছর প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। তিনি ছিলেন এলাকায় নারী জাগরণের অনন্য উদাহরণ। প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, ফেরদৌস জাহানের মেয়ে রেশমিন আজাদি জাহান শিবলী। পরে হোস্টেলের উন্নয়নে ফেরদৌস জাহানের পরিবারের পক্ষ থেকে তার তিন মেয়ে সুলতানা জাহান সেহেলী, রেশমিন আজাদি জাহান শিবলী ও নওরোজ জাহান শম্পা ডিসির কাছে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।