রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

প্রতিপক্ষের বাধায় মরে যাচ্ছে চা আর কলাবাগান

পঞ্চগড় প্রতিনিধি

প্রতিপক্ষের বাধায় মরে যাচ্ছে চা আর কলাবাগান

প্রতিপক্ষের বাধা ও পরিচর্যার অভাবে মরে যাচ্ছে একটি কলাবাগান ও একটি চা বাগান। এ ঘটনা পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের করোতোয়া নদীর তীর ঘেঁষা নতুন বস্তি নামের একটি গ্রামের। এ বাগান দুটির মালিকের অভিযোগ প্রতিপক্ষরা বাগানে পানি সেচ করতে দিচ্ছেন না। পরিচর্যাও করতে পারছে না। ফলে গাছগুলো মরতে শুরু করেছে। এ সমস্যা সমাধানে কয়েকবার সামাজিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে সমাধান চেয়ে বোদা থানায় লিখিত অভিযোগ করেছেন উভয় পক্ষ। থানা পুলিশের অনুরোধকেও তোয়াক্কা করছেন না প্রতিপক্ষ। সরেজমিন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ওই গ্রামের  মো. নইমউদ্দিন গত বিশ বছর আগে এই এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস করা শুরু করেন। সুধা সুজন মৌজায় কেনা জমিতে তিনি গত কয়েক বছর আগে ১২ বিঘা জমির একটি প্লটে চার বিঘা জমিতে কলাবাগান। ৩ বিঘা জমিতে চা বাগান। ৫ বিঘা জমিতে শাকসবজিসহ বিভিন্ন ফসল আবাদ করে আসছেন।

সর্বশেষ খবর