রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় সেতু যখন মরণফাঁদ

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁয় সেতু যখন মরণফাঁদ

সেতু যেন মরণফাঁদ। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাসহ যোগাযোগ বিচ্ছিন্নের মতো বড় ঘটনা। নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সতিহাট থেকে মহাদেবপুর যাওয়ার পথে মান্দার গণেশপুর পূর্বপাড়ায় এ সেতুটির অবস্থান। প্রতিনিয়তই এ সড়ক দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের লোকজনসহ টমটম, ভটভটি, টাক্টর, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করে। প্রায় ছয় মাস আগে সেতু ভেঙে মৃত্যুফাঁদে পরিণত হলেও কর্তৃপক্ষ মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আগের সেই ভাঙা অংশটি দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হয়। ইতিমধ্যে সেতুর মাঝখানে বিশাল অংশ ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা ভাঙা অংশে বাঁশের মাথায় পলিথিন পেঁচিয়ে সতর্ক সংকেত দিয়ে রেখেছেন। কয়েকজন পথচারী ক্ষোভের সঙ্গে জানান, প্রায় ছয় মাস আগে সামান্য অংশ ভাঙলেও তা  মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় এখন বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে। দ্রুত মেরামত করা না হলে সেতুটি ভাঙনের কারণে হাজারও লোকজনকে চরম দুর্ভোগের শিকার হতে হবে। স্থানীয় গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ উদ্দিন বলেন, শিগগিরই সেতুটি মেরামত করা হবে। মান্দা উপজেলা এলজিইডির উপবিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। অল্প সময়ের মধ্যে সেতুটি মেরামতের আশ্বাস দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর