সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

জেসমিন এখন জুবায়ের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনার আগে নিয়মিত স্কুলে যাওয়া মেয়ে জেসমিন আক্তার ছুটিতে থেকে ছেলেতে পরিণত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তার নাম রেখেছেন জুবায়েদ ম-ল। জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের কৃষক জালাল হোসেনের মেয়ে জেসমিন আক্তার নানাবাড়ি বসবাস করেন।

 সেখানে শাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করেন। পরিবারের সদস্যরা তাকে বিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। এরপর করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত চার মাস আগে হঠাৎ জেসমিনের কণ্ঠস্বর ছেলেদের মতো বদলে যেতে শুরু করে। আচার-আচরণও ছেলেদের মতো হতে থাকে। শারীরিক গঠন পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়।

জুবায়েদ বলেন, তিন মাস আগে হঠাৎ তার গায়ে জ্বর আসে। এরপর থেকে তিনি মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হন। তিনি এখন পূর্ণাঙ্গ পুরুষ এবং শারীরিকভাবে সুস্থ আছেন। জুবায়েদের বাবা জালাল হোসেন ম-ল বলেন, তিনি এ ঘটনায় অনেক খুশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর