শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাঠজুড়ে বিনা চাষে রসুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাঠজুড়ে বিনা চাষে রসুন

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন রসুনের ঘ্রাণ। বিনা চাষে বোনা রসুনের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। সরেজমিন দেখা যায়, উপজেলার চর হামকুড়িয়া, চর কুশাবাড়ী, নাদো সৈয়দপুর, ধামাইচ, সবুজপাড়া, বিন্নাবাড়ী, দিঘীসগুনা, কুন্দইলসহ বিভিন্ন এলাকায় শত শত হেক্টর জমিতে বিনা চাষে রসুনের আবাদ হয়েছে। মাঠে মাঠে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও রসুন তুলে পরিষ্কার করছেন। ধানের আবাদে লাভ কম হওয়ায়, রসুন চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, এ বছর উপজেলায় রসুন চাষে ৪৪০ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৫১৭ হেক্টর জমিতে রসুনের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ জানান, শীতের মৌসুমে মাটি ভেজা থাকে। আর্দ্র মাটিতে কোনো ধরনের চাষ না দিয়ে সার ছিটানোর পর রসুন বোনেন চাষিরা। এরপর খড় বা নাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে রসুনের ফলন ভালো হয়। চাষের বাড়তি খরচও তেমন লাগে না। জেলায় এবার ১ হাজার ৪ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ৭ দশমিক ২ টন রসুন উৎপাদন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর