বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মৃত মহিলার নামে ভিজিডি কার্ডে চাল তোলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মৃত মহিলার নামে ভিজিডি কার্ডে চাল তোলা হচ্ছে

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মৃত্যুর ৪ বছর পর এক মহিলার নামে ভিজিডি কার্ড হয়েছে। ওই কার্ড দিয়ে তিনবার চাল উত্তোলন করা হয়েছে। মৃত মহিলার স্বামী এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন। জানা গেছে, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব শিবপুর গ্রামের মাহাবুবুল ইসলামের স্ত্রী সুলতানা ৪ বছর আগে সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করেন। ৪ মাস আগে ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মাইকিং করে ভিজিডি কার্ডের ভোটার আইডি কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে বলেন। সে অনুযায়ী অনলাইনে মৃত সুলতানার নাম অন্তর্ভুক্ত হয়। যার সিরিয়াল নম্বর ৩৫ কার্ড নম্বর ১৪ ওয়ার্ড নম্বর ৬। এই কার্ডে তিনবার চাল উত্তোলনের পর সাধারণ মানুষের নজরে এলে বিষয়টি ফাঁস হয়ে যায়। মৃত সুলতানার স্বামী মাহাবুবুল ইসলাম জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। সুলতানার স্বামী মাহবুবুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেছি।

 

সর্বশেষ খবর