বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় হাট ইজারা প্রদানকে কেন্দ্র করে অনিয়ম হতে পারে বলে গুঞ্জন উঠেছে। অনিয়ম ঠেকাতে এরই মধ্যে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এদিকে এরই মধ্যে বছর শুরু হলেও ইজারা না দেওয়ায় একটি পক্ষ খাজনা তুলে নিয়ে যাচ্ছে। রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার। জানা গেছে, কাটাগড় হাট ইজারা প্রদানের নিমিত্তে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপত্র দাখিল করা হয়। এর মধ্যে একটির মূল্য লাখ টাকার উপরে। অপরটি ১০ হাজার টাকার নিচে। বার্ষিক মূল্য নির্ধারণ করে দরপত্র দাখিল করেন দরদাতারা। চলতি বৈশাখ মাস থেকে ইজারা বর্ষ শুরু হলেও ইজারা দেওয়ার কাজ সম্পন্ন করতে না পারায় সাময়িকভাবে ইজারা না দেওয়া পর্যন্ত রূপাপাত ইউনিয়নের তহশিলদারকে খাজনা উত্তোলন করে সরকারি কোষাগারে জমাদানের দায়িত্ব দেওয়া হয়।

সর্বশেষ খবর