ঠাকুরগাঁওয়ে একটি পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সদর উপজেলার কালেশ্বরগাঁও সরকারপাড়া গ্রামের বাসায় গতকাল সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ তুলে ধরেন পরিবারের সদস্য মিঠু আহম্মেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ এপ্রিল সকালে সরকারপাড়া গ্রামে আমার চাচা, চাচাতো ভাইরা নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় ঠাকুরগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক জাবেদ আলীসহ ১০/১২ জন পুলিশ সদস্য কারণ ছাড়াই আমার চাচা ও ভাইদের তুলে নেয়। পরে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এলাকার একটি মারামারির ঘটনায় আমার চাচা ও ভাইদের মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে।