শিরোনাম
শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাস্তার মাঝে গেট, চলাচলে বিঘ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রাস্তার মাঝে গেট, চলাচলে বিঘ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মহল্লার প্রধান সড়কের দুই পাশে গেট দিয়ে জনসাধারণের চলাচলে বাধা দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে গতকাল দুপুরে দুই পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা হয়।  যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। মহল্লার সড়কের মধ্যে কেউ গেট বানিয়ে চলাচল বাধা দিতে পারেন না বলে জানান নাসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক। তিনি বলেন, এই রাস্তা দিয়ে এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করছে। স্থানীয় বাসিন্ধা অ্যাড. মজিবুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমরা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছি। গেট দিয়ে বন্ধ করে দেওয়ায় রাতে আমাদের চলাচলে সমস্যায় পড়তে হবে। আমরা চাই রাস্তার মধ্যে গেট না করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন বলেন, এটা তার ব্যক্তিগত রাস্তা। তিনি নিজের জমির মধ্যে গেট নির্মাণ করেছেন নিরাপত্তার জন্য। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জানান, এ রাস্তা দিয়ে সিআইখোলা ও মক্কীনগর মাদরাসা এলাকার মানুষ বহু দিন থেকে চলাচল করে আসছে। তাছাড়া মহল্লার সড়কের মধ্যে কেউ গেট নির্মাণ করে জনসাধারণের চলাচলে বাধা দিতে পারেন না। রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করবে এটা তাদের অধিকার।

সর্বশেষ খবর