শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

ময়লার ভাগাড় গোবরা নদী

সরকার হায়দার, পঞ্চগড়

ময়লার ভাগাড় গোবরা নদী

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। পর্যটন এলাকা হিসেবে এই এলাকার রয়েছে অপার সম্ভাবনা। গোবরা নদীর পাড়ে গড়ে উঠেছে তেঁতুলিয়া উপজেলার মূল শহর চৌরাস্তা বাজার। গোবরা নদীতে এক সময় সারা বছর স্বচ্ছ পানি প্রবাহিত হতো। পাওয়া যেত দেশি মাছ। ময়লা-আবর্জনা ফেলার কারণে এখন অস্তিত্ব সংকটে এই নদী। চৌরাস্তা বাজার এবং আশপাশের বাসাবাড়ির আবর্জনা, উচ্ছিষ্ট এবং বর্জ্য গোবরা সেতুর ওপর থেকে ফেলা হয় নদীতে। এতে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে গোবরা। আবর্জনার দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা। অন্যদিকে একটি মহল নদী দখল করে নির্মাণ করছেন বাড়িসহ নানা স্থাপনা। নদীটি এখন প্রায় পানিশূন্য। কোথাও কোথাও নদী দখল করে চলছে বোরোর আবাদ।

স্থানীয়রা জানান, এই নদীতে এক সময় ১২ মাস পানি প্রবাহিত হতো। জেলেরা এখানে মাছ ধরে সংসার চালাতেন। টলমলে পানিও পান করতেন অনেকে। বর্তমানে নদীটি হারিয়ে যেতে বসেছে। পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। শহরের সব ময়লা-আবর্জনা ফেলা হয় নদীতে। আবর্জনা পচে বিকট দুর্গন্ধ ছড়ায়। নদীতে যেটুকু পানি আছে তাও নষ্ট হয়ে গেছে। এই পানি শরীরে লাগলে নানা রোগ সংক্রমিত হচ্ছে। মরে যাচ্ছে দেশীয় মাছ। স্থানীয়রা বার বার সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তেঁতুলিয়া শহরের আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর