শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

উপকূলে এখনো ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, সংস্কার হয়নি বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় আম্ফানের এক বছর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানের ১ বছর অতিবাহিত হয়েছে গতকাল। এ দিন দ্রুত বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানি ও উপকূল সুরক্ষার দাবিতে ‘জলবায়ু অবরোধ’ কর্মসূচি পালন করেছেন উপকূলবাসী। বক্তারা বলেন, প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের এক বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। আজও উপকূলের  মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব রয়েছে। একই সঙ্গে ভঙ্গুর দশা যোগাযোগ ব্যবস্থার। পানি উন্নয়ন বোর্ডের  বেড়িবাঁধগুলোর অবস্থাও খুব খারাপ। দু-এক জায়গায় সংস্কার করা হলেও অধিকাংশ স্থানে বাঁধে রয়েছে ভয়াবহ ফাটল। যে কোনো সময় প্রবল জোয়ারের চাপে আবারও ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আম্ফানের ১ বছর পরও উপকূলের শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে আছে। প্রসঙ্গত, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে লন্ডভন্ড হয় গোটা সাতক্ষীরার উপকূল।

সর্বশেষ খবর