মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

ক্ষতির মুখে তিতির খামারিরা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ক্ষতির মুখে তিতির খামারিরা

করোনা মহামারী ও লকডাউনের কারণে ক্ষতির মুখে ফরিদপুরের তিতির খামারিরা। তারা জানান, খাদ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় তিতির পালন বেশ লাভজনক। এর মাংস এবং ডিম খুব সুস্বাদু। তিতির পালন সহজ হওয়ায় ফরিদপুরে বাণিজ্যিকভাবে পালন শুরু হয়েছে। শহরের গঙ্গাবর্দিতে বিশাল খামার গড়ে তুলেছেন শাজাহান মোল্যা নামে এক ব্যক্তি। বর্তমানে তার খামারে বড় সাউজের প্রায় ১ হাজার তিতির পাখি আছে। যেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ডিম উৎপাদন হয়। এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। তিতির খামার করে প্রথম দিকে লাভবান হলেও করোনা মহামারীর কারণে এখন ক্ষতির মুখে এই খামারি। এ রকম অবস্থা জেলার অনেক খামারির। উৎপাদিত ডিম থেকে সময় মতো বাচ্চা উৎপাদন করতে না পারা এবং বাচ্চা বিক্রি করতে না পেরে তারা ক্ষতির মুখে পড়েছেন।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আহসান জানান, করোনার কারনে খামারীরা ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এডিডিপি প্রকল্পের উৎপাদক গ্রুপের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর