শিরোনাম
শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

৩০ সেকেন্ডের ঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘরবাড়ি

কুমিল্লা প্রতিনিধি

৩০ সেকেন্ডের ঝড়ে বিধ্বস্ত অর্ধশত ঘরবাড়ি

কুমিল্লার বরুড়া উপজেলার ইটাখোলা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী এ টর্নেডোয় ১৭টি পরিবারের অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরচাপায় আহত হয়েছেন নারী-শিশুসহ পাঁচজন। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামের ওপর দিয়ে বয়ে যায় টর্নেডো। এর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও ভেঙে গেছে বহু গাছপালা। ছিঁড়ে গেছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আশপাশের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক এবং ইউপি সদস্য সোলাইমান জানান, টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, গাছপালাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম এবং বরুড়া থানা ওসি ইকবাল বাহার মজুমদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

সর্বশেষ খবর