গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সাদুল্যাপুর-ধাপেরহাট ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। কার্পেটিং উঠে, খানাখন্দ সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতেই ডুবে বিপজ্জনক হয়ে ওঠে সড়কটি। ফলে সাদুল্যাপুর উপজেলা সদর থেকে ঢাকা-রংপুর মহাসড়কে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী জানান, সাদুল্যাপুরে ব্যাপক সবজি চাষের কারণে সেগুলো ধাপেরহাটের বড় হাটে নিয়ে যেতে আবার পাশর্^বর্তী অনেক গ্রামের শাকসবজি সাদুল্যাপুর সবজি আড়তে আনতে এই সড়কটি ব্যবহার করতে হয়। এছাড়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং রংপুরে উন্নত চিকিৎসার জন্য যেতে এই সড়কটি এলাকাবাসী ব্যবহার করেন। কিন্তু প্রসূতি বা রোগী পরিবহনের জন্য এই সড়কটি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সাদুল্যাপুর সদর, ফরিদপুর, ভাতগ্রাম, জামালপুরসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এ রাস্তাটি যেমন নানাকাজে যাতায়াতের জন্য ব্যবহার করেন তেমনি মহাসড়কের যানজট এবং সময় বাঁচাতে রংপুর থেকে গাইবান্ধা জেলা শহরে যাতায়াতেও অনেকেই এই সড়কটি ব্যবহার করে থাকেন। এলজিইডি সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালে এই সড়কের যে মেরামতের কাজ হয়েছিল তারপর আর কোনো কাজ হয়নি। এই সড়কজুড়ে উঠে গেছে কার্পেটিং।