সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয়

হিলি প্রতিনিধি

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয়

দিনাজপুরের হিলি কাস্টমস লক্ষ্যমাত্রার চেয়ে ৮৬ কোটি ৯৭ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে। করোনা মহামারীর কারণে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি হিলি কাস্টমস। তবে ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৮৬ কোটি ৯৭ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। যার প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশ। এদিকে ২০২০-২১ অর্থবছরে রফতানি খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৪১ হাজার মার্কিন ডলার। হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, ২০২০-২১ অর্থবছরে আমদানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ৩১২ কোটি টাকা। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় হয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা। এবারে রফতানি খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে ২ কোটি ৭২ লাখ ৪১ হাজার মার্কিন ডলার। হিলি স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, করোনার মাঝেও আমদানি রফতানি ভালো হয়েছে। গত এক মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা।

সর্বশেষ খবর