শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৭০০ জনের বয়স্ক ভাতা বাতিল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বয়স জালিয়াতির অভিযোগে বয়স্ক ভাতার তালিকাভুক্ত ৭০০ জন সুবিধাভোগীর ভাতা বাতিল করেছে সমাজসেবা অধিদফতর। নির্বাচন কমিশনের সঙ্গে সমাজসেবা কার্যালয়ের জয়েন্ট সফটওয়্যার মাধ্যমে সুবিধাভোগী ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাইয়ে বয়স জালিয়াতির তথ্য পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দুয়া সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান বলেন, ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে শুরু করে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত উপজেলায় বয়স্ক ভাতাভোগী ছিলেন ১০ হাজার ২৪৩ জন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৭০০ জনের বয়স সরকার নির্ধারিত বয়সের চেয়ে কম পাওয়ায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর