সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অপহৃত গৃহবধূ উদ্ধার অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে এক গৃহবধূকে অপহরণের পর গুম করে হত্যার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। পুলিশি তদন্তে জানা যায় স্বামী নয় অন্য এক যুবক প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ করেছে। গুম হওয়া ওই গৃহবধূকে পিবিআই গাজীরপুর থেকে উদ্ধার করেছে। পুলিশ মূল আসামি মিঠু মোল্লা (২৬)-কে গ্রেফতারের পরে গত রবিবার হাজিরহাট চিফ মেট্রোপলিটন আমলি আদালতে পাঠিয়েছে। পিবিআই সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রংপুর সদরের মৃত আমিনুর ইসলামের স্ত্রী হানিফা বেগম আদালতে  অভিযোগ করেন তার মেয়ে রিক্তা বেগমকে তার স্বামী হাজিরহাট থানা এলাকার কুঠিয়াল পাড়ার মানিক মিয়া খুনের উদ্দেশ্যে অপহরণ করে গুম করেছে।

আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে করতে আদেশ দেয়।  রংপুর পিবিআইর একটি দল ও তথ্যপ্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে কথিত গুম হয়ে যাওয়া রিক্তা বেগমকে ৩ সেপ্টেম্বর গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার জসুমন ব্যাপারীর বাসা থেকে উদ্ধার করে। পাবনার চাটমোহর এলাকার নুরুল ইসলামের ছেলে মিঠু মোল্লাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম বলেন, রিক্তা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে বলেন, তাকে ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে মিঠু মোল্লা অপহরণ করে ২৪ দিন পাবনা ও গাজীপুরের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছে। আদালতে তিনি স্বামীর কাছে যেতে চাইলে আদালতের বিচারক রিক্তা বেগমকে স্বামীর হেফাজতে দেন। সেই সঙ্গে স্বামী মানিক মিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর