মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশ কর্মকর্তাকে ধাওয়া!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় গতকাল চাঁদাবাজির অভিযোগে এক ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তফা আল মামুনকে ধাওয়া করেছে স্থানীয় গণপরিবহনের শ্রমিকরা। দীর্ঘদিন ধরেই ওই এলাকাসহ বিভিন্ন স্থানেও নানাভাবে এসব চাঁদাবাজির অভিযোগ তোলেন শ্রমিকরা। বন্দরনগরীর আকবর শাহ থানা এলাকার সিটি গেটের সামনে এমন ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

তাছাড়া ট্রাফিক পুলিশের রেকার সামশুসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। ট্রাফিক পুলিশের পরির্দশক টিআই মামুন বলেন, এলাকায় শ্রমিকসহ কিছু লোক আমার বিরুদ্ধে যড়যন্ত্র শুরু করেছে। এলাকায় নিয়মিত অবৈধ লেন বা চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এসব করছে। সিটি গেট এলাকায় একটি অবৈধ কার এবং একটি অবৈধ অটোরিকশা  লেন বন্ধ করে দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে কৈবল্যধাম এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম মৃধা। তিনি দায়িত্ব পালনের পাশাপাশি নানা অনিয়মে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান টিআই মোস্তফা আল মামুন। তিনি সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। বেলা ১১টার দিকে তাদের পাশে থাকা মাস্কবিহীন একজনকে টিআই মামুন সরে যেতে বলেন। সে সময় ওই ব্যক্তি উত্তেজিত হয়ে কিছু বুঝে ওঠার আগে কয়েকজনের সহযোগিতায় টিআই মামুনকে ধাওয়া দেন। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করেন রাস্তা বন্ধ করে। বিভিন্ন স্লোগানও দিতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর