শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অপচিকিৎসায় কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে অপচিকিৎসায় হারেছ মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। উপজেলার নায়েকপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহজাহান খানের বাড়িতে এ ঘটনা ঘটে। হারেছ উপজেলার মাখনা গ্রামের পাতার আলীর ছেলে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার জমিতে কীটনাশক স্প্রে করতে হাওরে যান কৃষক হারেছ মিয়া। বাড়ি ফিরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাকে নায়েকপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহজাহান খানের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে হারেছ মিয়ার মুখে নল ঢুকিয়ে ওয়াশ করার চেষ্টা করেন শাহজাহান। এ সময় হারেছ মিয়ার পেটে পা দিয়ে একাধিকবার চাপ দিলে মুখ দিয়ে রক্ত আসে এবং সেখানেই তিনি মারা যান। পল্লী চিকিৎসক শাহজাহান খান বলেন, হারেছ মিয়া বিষ পান করে আমার কাছে আসে। আমার ওখানে মারা গেলে লাশ বাড়ি নিয়ে যেতে বলি। মদন থানার ওসি বলেন, হারেছ মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর