রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করে ভিডিও বানিয়ে তারই সহপাঠী ফেসবুকে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই স্কুলছাত্রী থানায় মামলা করতে যায়। মামলা না নেওয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই ছাত্রী ও তার মা। অভিযুক্ত বখাটে নাঈম উপজেলার হাজিরখাল গ্রামের সৌদি প্রবাসী সগির খানের  ছেলে ও আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। সগির খানের স্ত্রী ছেলে নাঈমকে নিয়ে পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, নাঈম বখাটে প্রকৃতির। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ইভ টিজিংসহ নানা অভিযোগ উঠেছে। এ কারণে পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে সে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওই স্কুলছাত্রী জানায়, সহপাঠী নাঈম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ ছাড়াও বিভিন্ন সময় পথে-ঘাটে উত্ত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় বুধবার স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হওয়ার আগেই নাঈম তার ব্যাগ নিয়ে বাইরে বের হয়। নাঈমের কাছে ব্যাগ আনতে গেলে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। এ দৃশ্য পাশ থেকে একই ক্লাসের সবুজ গোপনে ভিডিও ধারণ করে। যা পরবর্তীতে ফেসবুকে ছেড়ে দেয় নাঈম। বিষয়টি লজ্জায় কাউকে জানাইনি। শুক্রবার এক প্রতিবেশী ভিডিওটি আমাকে দেখালে বিষয়টি মাকে জানাই। স্কুলছাত্রীর মা জানান, নাঈম তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছে। এক বছর আগে নাঈমের মামা ইউসুফের কাছে নালিশ দিলেও কোনো সমাধান পাইনি।

সর্বশেষ খবর