পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়লাভ করেছে বেশি। আওয়ামী লীগ মনোনীত দুজন প্রার্থী নৌকা মার্কা নিয়ে জয়লাভ করলেও বাকিরা আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। প্রত্যেক প্রার্থীই বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছেন। এই উপজেলায় এর আগে ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থীরাই বেশি নির্বাচিত হতো। এলাকাটি বিএনপির ঘাঁটি বলেও পরিচিত। এবারের ইউপি নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহীরা জয়লাভ করেছে। এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন কুদরত ই খুদা মিলন। তিনি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। গতবার নৌকা নিয়ে নির্বাচন করলেও এবার তিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম মিলন (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৩৮ ভোট। তেঁতুলিয়া সদর ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত মাসুদ করিম সিদ্দিকী। তিনি নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ১২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন রঞ্জু।