বাগেরহাটে হামলা ও ভাঙচুরে পণ্ড হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা। আহত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক তালিম গ্রুপের পাঁচ নেতা-কর্মী। এ ঘটনার পর জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিমসহ তার পক্ষের অন্তত ২৮ নেতা-কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শহরের জেলা বিএনপি কার্যালয়ে গতকাল আহ্বায়ক কমিটির সভা শুরু হয়। সভার সভাপতি আকরাম হোসেন তালিম সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করলে তার সঙ্গে জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ সালাম গ্রুপের নেতা-কর্মীরা বাগবিতন্ডায় জড়ান।
একপর্যায়ে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর শুরু হলে সভা পণ্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে এম এ সালাম গ্রুপের নেতা-কর্মীরা পালিয়ে যান। ঘটস্থল থেকে পুলিশ এ টি এম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরাসহ ২৮ জনকে আটক করে।