ডিজেল ও গ্যাসচালিত বাস চিহ্নিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে গতকাল নগরীর বিভিন্ন এলাকায় বাসে স্টিকার লাগায় সিএমপি। সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, নগরে ডিজেল এবং গ্যাসচালিত বাস চিহ্নিত করা শুরু হয়েছে।
করতে স্টিকার লাগানো শুরু হয়েছে।
ডিজেল চালিত গাড়ি লাল এবং গ্যাস চালিত গাড়িতে সবুজ স্টিকার লাগানো হচ্ছে। যদি কোন গাড়ির স্টিকার ছিঁড়ে ফেলে তাহলে সেসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।