রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জুটমিলে হামলা লুট, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি

জুটমিলে হামলা লুট, আহত ৫

মধুখালী উপজেলার কামারখালীতে দাহমাসি জুটমিলে হামলা, লুটপাট হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলা হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের। ঘটনার পর মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ১৩ জনকে আটক করেছে পুলিশ। দাহমাসি জুটমিলের জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুর রাজ্জাক জানান, মালিকানা নিয়ে মনিরুজ্জামান মৃধা ও নোমান চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। দেড় বছর আগে মিলের মালিকানা বুঝে নেন নোমান। এর পর থেকে তার তত্ত্বাবধানেই মিলটি পরিচালিত হচ্ছে। আজ (শনিবার)  মনিরুজ্জামানের লোকজন মিল গেটে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকেন। তারা আবাসিক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর, তছনছ করেন। হামলায় আহত হন কমপক্ষে পাঁচজন। তার মধ্যে কর্মচারী মিজান, নিয়াজ ও সাব্বিরকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলের সাবেক অংশীদার মনিরুজ্জামান বলেন, ‘আমি কয়েক বছর আগে দায়িত্ব নোমানকে বুঝিয়ে দিয়েছি। মিলে পাট সরবরাহকারীদের প্রায় ১৪ কোটি টাকা পাওনা ছিল। মূলত তারাই টাকা পাওয়ার জন্য মিল ঘেরাও করেন বলে শুনেছি। এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমার লোক জড়িত নন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর