শিরোনাম
বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উত্তরের পাঁচ উপজেলায় বসুন্ধরার কম্বল বিতরণ

প্রতিদিন ডেস্ক

উত্তরের পাঁচ উপজেলায় বসুন্ধরার কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বসুন্ধরার কম্বল পেয়ে খুশি অসহায় মানুষ -বাংলাদেশ প্রতিদিন

দেশের উত্তরাঞ্চলে শীতার্তের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে  বসুন্ধরা গ্রুপ। গ্রুপের পক্ষ থেকে কালের কণ্ঠ শুভ সংঘের মাধ্যমে পাঁচ উপজেলায় কম্বল বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য। রাজশাহী : জেলার দুর্গাপুরের আমগাছী শাহার বানু উচ্চ বিদ্যালয় মাঠে ৮০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে ৩০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। বিকালে নাচোল উপজেলার জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু। কুষ্টিয়া : কম্বল বিতরণ কার্যক্রমের তৃতীয় দিনে কুমারখালী উপজেলা অডিটরিয়াম মাঠে ৪৫০ শীতার্তের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুল ইসলাম। সিরাজগঞ্জ : শাহজাদপুরে ২০০ শীতার্তের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলাম। ঝিনাইদহ : মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আবদুুর রশিদ, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি আবদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর