বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চরে ফসলের বাম্পার ফলন

আবদুর রহমান টুলু, বগুড়া

চরে ফসলের বাম্পার ফলন

যমুনা নদীর বুকে জেগে ওঠা চর এখন সোনার চেয়েও দামি। কম খরচে অধিক ফসল ফলে বলে চাষাবাদে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে যমুনা নদীর চরে। নদীবিধৌত বগুড়ার সারিয়াকান্দির চরগুলোর পলিমাটিতে কৃষকরা সোনার ফসল ফলিয়ে আর্থিকভাবে এগিয়ে যাচ্ছেন। সারিয়াকান্দির চরাঞ্চলগুলো হতে কৃষকের উৎপাদিত ফসলের মূল্য কয়েক হাজার কোটি টাকা। চাষাবাদের সঙ্গে জড়িত থেকে উপজেলার হাজারো দিনমজুর, শ্রমিক, সার-কীটনাশক ব্যবসায়ী, পাইকারি ও ফড়িয়াদের পরিবারের অন্ন, বস্ত্র, চিকিৎসার জোগান আসছে চরের ফসল ফলিয়ে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছর উপজেলায় ৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে ২০ হাজার ৫৪২ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়েছিল। এ বছর মরিচের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭০০ হেক্টর, অর্জন হয়েছে ৩ হাজার ৬২০ হেক্টর। গত বছর ৮৪০ হেক্টর জমিতে ১ হাজার ৮ মেট্রিকটন মসুর ডাল উৎপন্ন হয়েছিল। এ বছর মসুর ডালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৩০ হেক্টর, অর্জন হয়েছে ৯০৫ হেক্টর। গত বছর ৮৫০ হেক্টর জমিতে ১ হাজার ১০৫ মেট্রিক টন খেসারি কলাই উৎপাদন হয়েছিল। এ বছর খেসারি কলাইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৬০ হেক্টর, অর্জন হয়েছে ৭৭৫ হেক্টর। গত বছর ৭২০ হেক্টর জমিতে ১০ হাজার ৯৮০ মেট্রিক টন মিষ্টি আলু উৎপন্ন হয়েছিল। এ বছর মিষ্টি আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০০ হেক্টর, অর্জন হয়েছে ৫১০ হেক্টর। গত বছর ৩০ হেক্টর জমিতে ৩২ মেট্রিক টন তিল উৎপন্ন হয়েছিল। এ বছর তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হেক্টর, অর্জন হয়েছে ৯৫ হেক্টর। গত বছর ৬১০ হেক্টর জমিতে ৯১৫ মেট্রিক টন চিনাবাদাম উৎপাদন হয়েছিল। এ বছর চিনাবাদামের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১০ হেক্টর, অর্জন হয়েছে ৯৬৫ হেক্টর। গত বছর ৫০ হেক্টর জমিতে ৫২ মেট্রিক টন খেরাছি (চিনা) উৎপাদন হয়েছিল। এ বছর খেরাছির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হেক্টর, অর্জন হয়েছে ৭৫ হেক্টর। গত বছর ৫ হেক্টর জমিতে ৭৫ মেট্রিক টন কেসুর আলু উৎপন্ন হয়েছিল। এ বছর কেসুর আলুর লক্ষ্যমাত্রা ১০ হেক্টর, অর্জন হয়েছে ১০ হেক্টর। গত বছর ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে ২২ হাজার ১৬৬ মেট্রিক টন  পিঁয়াজ উৎপন্ন হয়েছিল। এ বছর পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩০০ হেক্টর, অর্জন হয়েছে ১ হাজার ৬৫০ হেক্টর যা চলমান রয়েছে। এ ছাড়া এ বছর ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭৬০ হেক্টর, অর্জন হয়েছে ৩ হাজার ৩৭০ হেক্টর, মাসকলাইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০০ হেক্টর, অর্জন হয়েছে ৫৩০ হেক্টর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর