চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯.১০ একর জায়গাকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গুলিয়াাখালী সৈকতকে সংরক্ষিত পর্যটন স্পট ঘোষণা করা হয়। এতে উল্লেখ করা হয়, ‘অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা অন্য কোনোরূপ কার্যক্রম গ্রহণের কারণে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯.১০ একর এলাকায় পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ ব্যাহত হচ্ছে বা ভবিষ্যতে আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।