ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন নামক একটি বাসে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে সুপারভাইজার রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে ওই বাস থেকে গ্রেফতার করা হয় সুপারভাইজারকে। জানা যায়, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে শনিবার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ৩৭ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসে ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা মা ও দুই কিশোরী মেয়ে ছিলেন। দুই কিশোরী পাশাপাশি দুই সিটে বসছিলেন। মা ছিলেন অন্য আসনে। দুই জানা যায়, বাসটি মানিকগঞ্জ আসার পর যানজটে প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। রাত হয়ে যাওয়ায় বাসের অনেকেই ঘুমিয়ে ছিলেন তখন। এ সুযোগে সুপারভাইজার ওই দুই কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তাদের ঘুম ভাঙলেও লজ্জায় কিছু বলতে পারেননি। রাত ১টার দিকে বাসটি ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছালে সেখানে কর্তব্যরত কোতোয়ালি থানা পুলিশের কাছে ঘটনা জানান দুই কিশোরী।
পুলিশ সুপারভাইজার রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক অরুণ সাহা বলেন, বিষয়টি মালিকপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে। ইতিমধ্যে রুবেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আবদুল জলিল বলেন, ওই দুই কিশোরীর পরিবার সোমবার (গতকাল) পর্যন্ত থানায় মামলা করেনি। গতকাল সুপারভাইজারকে আদালতে সোপর্দ করা হয়েছে।