রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কুড়িগ্রামে ডায়রিয়ার প্রকোপ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ডায়রিয়ার প্রকোপ

কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তরীয় হিমেল হাওয়া। আর হাড় কাঁপানো শীতের কারণে হাসপাতালগুলোতে নিউমোনিয়া, ঠান্ডাজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। এসব আক্রান্তের বেশির ভাগই হচ্ছে শিশু। গত তিন দিনে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক শিশু। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে আরও কমপক্ষে প্রায় অর্ধশতাধিক মানুষ। সকাল থেকে বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী জানা যায়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুদের নিয়ে অনেক অভিভাবক হাসপাতালে আসছেন। শিশু ওয়ার্ডে চিকিৎসক ও নার্সরা এসব রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বজনদের অনেকেই জানান, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপও বেড়েছে। জেলা সদরের বাইরে থেকেও অনেক অভিভাবক তাদের সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সাত মাসের সন্তানকে নিয়ে এসেছেন মা জাহানারা বেগম। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে তার মেয়ের জ্বর কমছে না। চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়া হয়েছে। পরে হাসপাতালে নিয়ে এসেছেন। সদরের ঘোগাদহ থেকে আসা নুরজাহান বেগম জানান, তার পাঁচ মাস বয়সী ছেলের কাশি কমছে না। কাশতে কাশতে বমি করছে। তার ওপর প্রচ-  জ্বর। সঙ্গে পাতলা পায়খানাও করেছে কয়েকবার। ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছি। ভর্তি করে স্যালাইনসহ ওষুধ দিয়েছেন ডাক্তাররা। এভাবেই আরও কয়েকজন রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ নিউমোনিয়া অথবা ডায়রিয়ায় আক্রান্ত শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। আবাসিক চিকিৎসক ডা. পুলক কুমার সরকার জানান, শীতের কারণে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।

যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তাদের যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর