রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৫০ বছর অবৈধ দখলে ধর্মশালার জমি

সৈয়দপুর প্রতিনিধি

৫০ বছর অবৈধ দখলে ধর্মশালার জমি

সৈয়দপুরে ৫০ বছর ধরে অবৈধ দখলে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মশালার জমি। সেখানে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। ধর্মশালা অবৈধ দখলমুক্ত করতে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। থাকা এ ধর্মশালার অবস্থান সৈয়দপুর উপজেলা শহরের নয়াবাজার এলাকার বাণীচাঁদ স্ট্রিটে। সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি বলেন, উত্তরাঞ্চলের বিশিষ্ট পাট ব্যবসায়ী স্বর্গীয় বাণীচাঁদ আগরওয়ালা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য ২০ শতক জমি দান করেন। এই জমিতে পাকিস্তান আমলে এ জনপদের সনাতন ধর্মাবলম্বীরা ১২ মাসে ১৩ পার্বন করতেন। কয়া মৌজার এসএ ৫৯২০ দাগভুক্ত জমি এটি। বর্তমানে বিএস রেকর্ডে (বাংলাদেশ জরিপ) হিন্দু কল্যাণ সমিতির নামে ওই জমি রেকর্ডভুক্ত হয়েছে। দীর্ঘ ৫০ বছর ধর্মশালার জায়গা অবমুক্ত করতে জেলা প্রশাসনসহ স্থানীয় সংসদ সদস্য, পৌর মেয়রের কাছে ধর্না দিয়েও সুফল মিলছে না। নিক্কি জানান, নির্দিষ্ট জায়গার অভাবে আমরা প্রতি বছর একেক জায়গায় কেন্দ্রীয় দুর্গাপূজা আয়োজন করি। অন্যান্য পূজার অনুষ্ঠান করতেও জায়গা মেলে না। অথচ ধর্মশালার নামে শহরে বিশাল জায়গা রয়েছে। সেই জায়গা অবমুক্ত করা হলে এই জনপদের সনাতন ধর্মীরা অনায়াসে পূজা-অর্চনা করতে পারবেন। তিনি ধর্মশালার জায়গা দ্রুত দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। নিজু কুমার আগারওয়ালার নামে আরেকজন আক্ষেপ করে বলেন, অনেক জায়গায়, অনেকের দুয়ারে ধর্না দিয়েও ধর্মশালার জায়গা অবমুক্ত করা সম্ভব হচ্ছে না-যা দুঃখজনক। নীলফামারী জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি বাবু তুষার কান্তি বলেন, স্বাধীনতা উত্তর আটকে পড়া পাক সন্তানদের সাময়িক থাকার জন্য ধর্মশালার জায়গায় স্থান করে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক।

হিন্দুরা তখন উদারভাবে প্রশাসনের কথা মেনে নিয়েছে। এরপর ধর্মশালার ওই জমি উদ্ধারে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েনি। ধর্মশালার জমি উদ্ধারে তিনি প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেছেন।

সর্বশেষ খবর