রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু আজ

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু আজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে গতকাল শেষ হয়েছে। আজ ৩০ থেকে তাদের ক্লাস কার্যক্রম অনলাইনে শুরু হবে বলে জানানো হয়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে সব অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাবিপ্রবি ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। প্রধান অতিথি বলেন, আমরা একটি বিশেষ অবস্থা ও অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তাই স্ব-শরীরে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলনা। পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের সঙ্গে সবুজে ঘেরা হাবিপ্রবি ক্যাম্পাসে দেখা হবে।

সর্বশেষ খবর