রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খেলার মাঠ রক্ষার দাবি

ফেনী প্রতিনিধি

ফেনীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। ফেনী সদর উপজেলা ফরহাদ নগর ইউনিয়নের কৃষ্ণ মজুমদার হাট (কেএমহাট) আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মাঠ রক্ষার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ খেলার মাঠ নষ্ট করে ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন।    

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, স্কুলের পাশে যে জমি রয়েছে, সেই জমিটি একজন দান করবেন বলেও জানিয়েছেন। কর্তৃপক্ষ তারপরও স্কুল মাঠেই ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। অথচ সেখানে নতুন এই ভবন নির্মাণ করলে মাঠটি রক্ষা পাবে। তারা বলেন, শুধু ভবন করলেই হবে না, স্কুলে মাঠও থাকতে হবে। খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাছাড়া স্কুলের যে ভবন আছে ১০-১৫ বছরেও স্কুলের নতুন কোনো ভবন দরকার হবে না বলে তারা জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর