সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চালু হচ্ছে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট

ভোলা প্রতিনিধি

জেলা ভোলায় কারিগরি শিক্ষা বিস্তারে ১০৫ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয়েছে টেক্সটাইল ইনস্টিটিউট। ইতোমধ্যে এর অবকাঠামো নির্মাণসহ সব কার্যক্রম শেষ হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এপ্রিল থেকে পাঠদান শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোলা জেলা শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে ভেদুরিয়া ইউনিয়ন। ভোলা-বরিশাল নৌপথের একটি গুরুত্বপূর্ণ স্পট ব্যাংকেরহাট বাজার। এ বাজারের পাশেই পাঁচ একর জমির ওপর ‘ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট’ -এর কাজ শুরু হয়।

সর্বশেষ খবর