সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি বিপ্লব বিশ্বের বিস্ময় : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি বিপ্লব বিশ্বের বিস্ময়কর। গতকাল ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ উনিয়নেচাষাবাদের উপকরণ বিতরণ ও ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা ইউএনও আল নোমান, পৌর মেয়র মোরশেদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, কৃষি কর্মকর্তা হাসান ওয়াসিরুল কবির, আবু হাসনাইন প্রমুখ। পরে জ্যাকব কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।       -চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

নারায়ণগঞ্জে মুরাদের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তে ডিবি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন গ্রহণ করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে মামলায় অপর আসামি করা হয়েছে উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওরফে নাহিদ হেলালকে। গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার এ আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ কে এম ওমর ফারুক। এ বিষয়ে মামলার বাদী এ কে এম ওমর ফারুক বলেন, ‘মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন।       -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর