সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মহাসড়কের পাশে ময়লার স্তূপ, চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মহাসড়কের পাশে ময়লার স্তূপ, চলাচলে দুর্ভোগ

সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলা ময়লা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ধর্মতীর্থ এলাকায় রাস্তার পাশে ময়লার স্তূপ থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা নাকে রুমাল চেপে এই এলাকা পারাপার হচ্ছেন। ময়লা অপসারণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একাধিক ব্যক্তি জানান, প্রতিদিন রাতে কালীকচ্ছ বাজারের দোকানিরা বাজার ও দোকানের ময়লা-আবর্জনা এখানে ফেলার কারণে স্তূপ হয়েছে। সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক এ মহাসড়কের পাশে বিশাল ময়লার স্তূপ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ময়লার স্তূপের কাছে আসার আগেই নাকে রুমাল চেপে জায়গাটি পার হন। নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের রফিক মিয়া নামে এক যাত্রী বলেন, ময়লার স্তূপের দুর্গন্ধে পথচারীদের চলা দায়। এতে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রতিদিন রাতে বেলা কালীকচ্ছ বাজারের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। এতে এই রাস্তায় চলাচলকারীদের খুবই কষ্ট হচ্ছে। কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রতিকারের চেষ্টা করব।

সর্বশেষ খবর