সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনার হাত ধরেই ক্রীড়াঙ্গন বিশ্বে জায়গা করে নিয়েছে : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দিন বদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের সর্বত্র। দেশের ক্রীড়াঙ্গন বিশ্বের বুকে জায়গা করে নিচ্ছে। এক সময়ের মৃত ক্রিকেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে গেছেন বিশ্বদরবারে। বাংলাদেশ এখন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। গতকাল সকালে নড়িয়া উপজেলার চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ‘শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের উৎসাহ জোগাতে ক্রিকেটে বরাদ্দ বাড়িয়েছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তাই বাংলাদেশের খেলা হলে তিনি খেলার মাঠে ছুটে যান।    

শরীয়তপুর প্রতিনিধি


সিমেন্টের রিটেইলার সম্মেলন

বসুন্ধরা সিমেন্টসহ বিভিন্ন সিমেন্ট কোম্পানির উদ্যোগে নোয়াখালীর চৌমুহনীতে রিটেইলার সম্মেলন এবং অভিবাদন অনুষ্ঠান হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেসার্স আবুল খায়ের অ্যান্ড আদার্সের ম্যানেজার এএসএম আরিফ হোসেন তুহিনের আয়োজনে রিটেইলার সম্মেলনে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার জাকারিয়া ছিদ্দিকী, বসুন্ধরা সিমেন্টের নোয়াখালী এরিয়া সেলস ম্যানেজার আনিসুর রহমান, মেঘনা গ্রুপের ম্যানেজার শাহ জামাল শিকদার, আকিজ গ্রুপের এজিএম মশিউর রহমান ডালিমসহ বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। সম্মেলনে চার শতাধিক ব্যবসায়ীসহ বিভিন্ন  শ্রেণি-পেশার লোক অংশ নেয়। শেষে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ব্যবসায়ীদের পুরস্কার দেওয়া হয়।       

নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর