শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর উপহার ৬৭০ ঘর হস্তান্তর

চাঁদপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর উপহার ৬৭০ ঘর হস্তান্তর

চাঁদপুরে নদীভাঙনের শিকার ছিন্নমূলদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৬৭০ ঘর হস্তান্তর করা হয়েছে।  হাইমচরে মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের কাশবন চররাও আশ্রয়ণ প্রকল্পে নির্মিত এসব ঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গতকাল দুপুরে ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান। এ সময় দুস্থদের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করা হয়। মেজর সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যস্থাপনায় এসব ঘর নির্মিত হয়।

পাঁচ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউস সম্পূর্ণ সিআই শিট দিয়ে আচ্ছাদিত।

 

সর্বশেষ খবর