শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

অগ্নিকান্ডে দোকান কর্মচারীর মৃত্যু

বাঞ্ছারামপুর উপজেলার প্রতাবগঞ্জ বাজারে অগ্নিকান্ডে দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। বাজারের হাফিজা বিরানি হাউসে গতকাল আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কয়েকটি পুড়ে ছাই হয়ে যায়। বিরানি হাউসের ভিতরে আটকে পড়ে দুই কর্মচারী সোহাগ (১২) ও হাসান (১৭)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসান মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। তিনি নিজস্ব তহবিল থেকে প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার এবং আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের ৩০ হাজার করে টাকা দেন। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রত্যককে চার বান করে ঢেউটিন এবং নগদ ১২ হাজার টাকা দেওয়া হয়। তাজুল ইসলাম বলেন, আমরা আপনাদের পাশে আছি। ভবিষ্যতে আরও সহায়তা করা হবে।                -বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আহত ৪

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন শ্রীপুর ভূমি অফিসের চার কর্মচারী। গতকাল সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হামলার দায় স্বীকার করায় তাকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শ্রীপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, নাইমকে শুক্রবার (আজ) কারাগারে পাঠানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী বৃহস্পতিবার জেলা পাট অধিদফতরের পরিদর্শক ফাইজুল্লাকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বরমী বাজারে যান। সেখানে পৌঁছামাত্র বাজারের কিছু ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারী ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়।               -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর