শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

মেহেরপুর প্রতিনিধি

চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

চুরি ঠেকাতে কনকনে ঠান্ডা ও ঘনকুয়াশা উপেক্ষা করে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা। মেহেরপুরের সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের রাজনগর গ্রামে দুই মাস ধরে কয়েকটি দলে ভাগ হয়ে পাহারা শুরু করেন বাসিন্দারা। স্থানীয়রা জানান, হঠাৎ গ্রামে চুরি বেড়ে যাওয়া আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। মাঠ থেকে সেচপাম্প, শ্যালোইঞ্জিন ও ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়ছেন কৃষক। সময়মতো জমিতে সেচ দিতে পারায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। মাঝেমধ্যে গ্রামে পুলিশ এলেও বন্ধ হয়নি চুরি। ফলে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত গ্রামের লোকজন চারটি দলে বিভক্তি হয়ে পাহারা দিচ্ছে। প্রতিটি দলে ১০-১৫ জন সদস্য থাকেন। গ্রামের আশকার আলী বলেন, সারা দিন মাঠে কাজ করে শীতে রাত জেগে গ্রাম পাহারা দিতে আমাদের খুব কষ্ট হয়। তবুও পাহারা দিতে হচ্ছে, কারণ গ্রামে চুরি বেড়েছে। মেহেরপুর পল্লী বিদ্যুতের জিএম আবু রায়হান বলেন, রাজ নগর গ্রাম থেকে ট্র্যান্সফরমার চুরি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিষয়টি নিয়ে আমরা পুলিশের কাছে আভিযোগপত্র দিয়েছি। তবে কোনো ফল হয়নি। স্থানীয় ইউপি সদস্য আরমান আলী বলেন, পুলিশের নির্দেশেই এলাকাবাসী পহারা দিচ্ছেন। এখানে আমাদের কী বলার আছে।

সর্বশেষ খবর