রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নদী সেচে মাছ ধরা বন্ধ করেছে প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি

নদী সেচে মাছ ধরা বন্ধ করেছে প্রশাসন

বিলের ইজারা নিয়ে মেশিন দিয়ে পানি সেচে নদীর মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রশাসন। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের ডিঙ্গাপোতা হাওরের মল্লিকপুর ও বেঠাখালী এলাকায় গত এক সপ্তাহ ধরে বিল ইজারাদাররা প্রভাব খাটিয়ে সাপমরা খালের পানি সেচে ফিশিং করছিল। খবর পেয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তা বন্ধ করে দিয়েছেন। এতে স্বস্তি প্রকাশ করেছে হাওরের স্থানীয় কৃষকেরা। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। তিনি জানান, কৃষকদের যাতে কোনোভাবেই সেচ অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে মোহনগঞ্জ ইউএনওকে নির্দেশ দেওয়া আছে। আর মেশিন দিয়ে পানি সরিয়ে ফেলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি বলেও নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, ইরি বোরো মৌসুমে নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকদের একমাত্র বোরো ফসল রক্ষায় সরকার হাওরের মাঝ দিয়ে বয়ে চলা নদী ও খাল খনন কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ১ কিমি সাপমরা খাল খনন কাজ ইতোমধ্যে চলমান বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত। ওই এলাকার কৃষকরা জানান, নদীর সব পানি ফাল্গুনের শুরুতেই শুকিয়ে ফেললে কৃষকরা মাঠে মারা যাবে। তাদের অভিযোগ শনিবার অবৈধ মাছ ধরা বন্ধ করে দিলেও এখন কৃষকদের সেচ দিতে বাধা দিচ্ছে ওই প্রভাবশালী ইজারাদার।

 

সর্বশেষ খবর