রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বোরো আবাদে ব্যস্ত কৃষক

টাঙ্গাইল প্রতিনিধি

বোরো আবাদে ব্যস্ত কৃষক

বিস্তীর্ণ মাঠে জমি প্রস্তুত ও বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের কৃষকরা। দম ফেলার ফুরসত নেই তাদের। কৃষি শ্রমিকের মজুরি অনেক বেশি এবং শ্রমিক সংকট রয়েছে বলে জানান তারা। সরেজমিনে দেখা যায়, জেলার প্রায় প্রতিটি গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন কৃষক। কেউ জমিতে হাল দিচ্ছেন। কেউ আবার আইল ঠিক করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ১২ উপজেলায় ১ লাখ ৭১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৬০১ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দুলাল উদ্দিন বলেন, আমরা কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজ প্রণোদনার মাধ্যমে দিয়েছি। কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকি। উচ্চফলনশীল জাতের ধান রোপণ করে কৃষকরা যেন লাভবান হন এ বিষয়েও পরামর্শ দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ধানের ফলন ভালো হবে। কৃষক ইদ্রিস আলী বলেন, আমি চার একর জমিতে বোরো আবাদ করব। আমার প্রায় তিন একরে চারা রোপণ শেষ হয়েছে। কৃষক ঘুনু মণ্ডল বলেন, জমি প্রস্তুত করে চারা রোপণে পরিবারের সবাই ব্যস্ত সময় পার করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর