রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আজ নাটোর আওয়ামী লীগের সম্মেলন

নাটোর প্রতিনিধি

দীর্ঘ আট বছর পর আজ নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো শহর। সভাপতি-সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা । এবার আট বছরের মাথায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল।

জেলা আওয়ামী লীগের কাউন্সিল হলেও জেলাজুড়ে নেতা-কর্মীদের মূল আলোচনায় রয়েছে বিএনপি জামায়াত প্রসঙ্গ। নেতারা এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে নৌকার বিরোধিতাকারী আখ্যায়িত করার সঙ্গে সঙ্গে বিএনপি-জামায়াত পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন। নাটোরের বাবু শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আগামী রবিবার অনুষ্ঠিত হবে নাটোর জেলা আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক কাউন্সিল। ১৫ দিন আগ থেকেই চলছে বিশাল প্যান্ডেল তৈরির কাজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা ড. হাছান মাহমুদ, আবদুর রহমান, খায়রুজ্জামান লিটন ও এস এম কামালসহ এক ডজন কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি নাটোরের এই কাউন্সিল অধিবেশনে আসছেন বলে জানা গেছে। কাউন্সিল অধিবেশন সামনে রেখে কার কত জনপ্রিয়তা তা প্রদর্শনের জন্য হাজার হাজার ফেস্টুন ও প্লেকার্ডে ভরে গেছে নাটোরের বাবু শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম ও নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর মাদরাসা মোড় থেকে আদালত এলাকা পর্যন্ত। মহাসড়কের ওপরে নির্মাণ করা হয়েছে বেশ কিছু তোরণ। বর্ণিল সাজে সেজেছে নাটোর স্টেডিয়াম ও আশপাশের পুরো এলাকা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের পক্ষে প্রতিদিন চলছে মোটরসাইকেল শোডাউনসহ মিছিল-মিটিং। শহরে পোস্টারিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের অনুসারীরা। টান টান উত্তেজনার মধ্যেই একের পর এক ছাড়া হচ্ছে নেতাদের বক্তব্যের পাল্টাপাল্টি ভিডিও। নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে পাবেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বেশি আলোচনা চলছে। দুটি পদে প্রায় এক ডজন নেতা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদের হেভিওয়েট প্রার্থী দলের বর্তমান সভাপতি ও নাটোর ৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস। এ ছাড়া  আর ও আলোচনায় রয়েছেন সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহসভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ বেশ কয়েকজন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তেজা বাবলু, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য রতন সাহা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাবেক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আরজু শেখ ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আহম্মেদ সেলিম। বেশ কিছু দিন থেকে নাটোরের পাঁচ এমপির মধ্যে সদরের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিপক্ষে অবস্থান নিয়েছেন বাকি চারজন। দলের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। চার এমপিই শিমুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিএনপি জামায়াত থেকে দলে হাইব্রিড নেতা আমদানি ও বিএনপি জামায়াত পৃষ্ঠপোষকতার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকও সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন শিমুল বিরোধী এই জোটে। তারা শিমুলের বিরুদ্ধে অভিযোগ করছেন ত্যাগী পুরাতন নেতা-কর্মীদের অবহেলা ও অবমূল্যায়নের।

 

সর্বশেষ খবর