রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভাষাশহীদ রফিক সড়কেই নেই বাংলা

মানিকগঞ্জ প্রতিনিধি

ভাষাশহীদ রফিক সড়কেই নেই বাংলা

ইংরেজিতে লেখা সাইনবোর্ড

বাংলা ভাষার জন্য যে কজন শহীদ হয়েছেন তাঁদের মধ্যে মানিকগঞ্জের শহীদ রফিক উদ্দিন আহমদ অন্যতম। তাঁর স্মৃতি রক্ষায় জেলায় বিভিন্ন স্থাপনা তৈরি হলেও সেগুলোয় বাংলার সঠিক ব্যবহার হচ্ছে না। জেলার সর্বত্র ব্যবহার হচ্ছে ভিনদেশি ভাষা। এমনকি শহীদ রফিক সড়কে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানেও নেই বাংলার ব্যবহার। অনেকে আবার বড় অক্ষরে বিদেশি ভাষা ব্যবহার করে ছোট আকারে বাংলা ব্যবহার করেছেন। সারা বছর এ নিয়ে কেউ কথা না বললেও একুশে ফেব্রুয়ারি এলে অনেকেই কথা বলেন। এক ব্যবসায়ী বলেন, ‘বাংলা ব্যবহারের জন্য আমাদের কোনো দিন কেউ কিছু বলেনি। পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করা হয়েছে। প্রতি বছর নবায়ন করা হয় এতেও কোনো সমস্যা হয় না।’ তিনি বলেন, ‘পুরো জেলায় বাহারি ইংরেজি নামে শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে। সেগুলোর বেশির ভাগ নাম ও লেখা ইংরেজিতে।’ খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোখসেদুল আলম বলেন, ‘ভাষার জন্য জীবন দিলেও বাংলা ভাষা সব ক্ষেত্রে আজও প্রতিষ্ঠিত হয়নি। মানিকগঞ্জের প্রধান সড়কের নামকরণ হয়েছে শহীদ রফিক সড়ক। অথচ রাস্তার দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডগুলো ইংরেজিতে লেখা!’ পৌর মেয়র রমজান আলী বলেন, ‘শহীদ রফিক সড়কের দুই পাশের ব্যবসায়ীসহ পৌর এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় লিখতে হবে। এর ব্যত্যয় হলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।’

সর্বশেষ খবর