লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল দুপুরে লক্ষ্মীপুর মডেল থানায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেন। বিবাদী করা হয়েছে স্বামী হাসান, ননদ পাখি বেগম ও শাশুড়ি ফাতেমা বেগমসহ পাঁচজনকে। অভিযুক্ত পাখি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আটক পাখি বেগম মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা অস্বীকার করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের কারণে তার স্বামী চুল কেটে দেয়। এ ঘটনায় তিনি (পাখি) জড়িত নন। স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিব বলেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গৃহবধূকে মাথা ন্যাড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এলাকাবাসী, ভিকটিম নারী ও তার পরিবারের সদস্যরা জানান, গত রবিবার রাতে দাবি করা ৩ লাখ টাকা না দেওয়ায় স্বামী, শাশুড়ি ও ননদ গৃহবধূকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে আটকে রেখে নির্যাতন চালায়।