শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগে আবদুল কাদের নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার অপর দুই আসামি মকবুল আহম্মদ ও হাফেজ আহম্মেদকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবদুর কাদের পলাতক রয়েছেন।

তিনি ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় গ্রামের বাসিন্দা। নিহত আবু তারা একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। 

আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকে কাদের ও তার পরিবারের সদস্যরা যৌতুক না পেয়ে প্রায়ই তারাকে নির্যাতন করত। এর জেরে ২০০১ সালের ১৫ এপ্রিল কাদের ও তার পরিবারের সদস্যরা তারাকে বেধড়ক মারধর করে। এতে ওই দিন রাতেই তারার মৃত্যু হয়। এ ঘটনায় তারার বাবা ছাগলনাইয়া থানায় হত্যা মামলা করেন।

 

সর্বশেষ খবর