রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাবিপ্রবির রেজিস্ট্রার অফিসে তালা

পাবনা প্রতিনিধি

উপাচার্যবিরোধী আন্দোলনের মধ্যেই এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভিসিপন্থি কর্মকর্তারা। গতকাল বেলা ১১টার দিকে তালা ঝুলিয়ে ১৭ দফা দাবি তুলে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ‘অনেক আগে আমাদের এসব দাবি উপাচার্য স্যারের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু উনি কালক্ষেপণ করে  দাবিগুলো মেনে নেননি।’ অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এম রোস্তম আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। আগামী ৬ মার্চ বর্তমান উপাচার্যের  মেয়াদ শেষ হবে।

 ২০১৮ সালের ৭ মার্চ নিয়োগ পাওয়া বিতর্কিত এই উপাচার্যের বিরুদ্ধে শতাধিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। মেয়াদ শেষের দিকে তিনি সেকশন অফিসার পদে নিজের আপন ভাতিজি কানিজ ফাতেমা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ওলিউল্লাহসহ ১০২টি পদে নানা অনিয়মে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিদায়ের আগে নিয়োগপ্রাপ্তদের চূড়ান্ত করতে নানাভাবে চেষ্টা করছেন। আর নিয়োগ বাতিলসহ নানা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত ১০ ফেব্রুয়ারি রিজেন্ট বোর্ডের সভাকে কেন্দ্র করে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষকরা। দিনব্যাপী চরম উত্তেজনার পর রিজেন্ট বোর্ডের সভা স্থগিত করে বোর্ডের সদস্য পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর মধ্যস্থতায় পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। ৪ বছর আগে নিয়োগের পর থেকেই উপাচার্যের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

সর্বশেষ খবর