দীর্ঘ ১০ বছর পর আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। ১২ মার্চ সকালে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের নেতারা। এদিকে সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা মাঠে নেমেছেন। পদপ্রত্যাশীরা তাদের অনুগতদের নিয়ে শলাপরামর্শ ও কর্মপন্থা নির্ধারণ করছেন। ইতোমধ্যেই সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুলের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হুমায়ূন কবির মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম হেলালের নাম শোনা যাচ্ছে। তবে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের পাল্লাই ভারী। গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সম্মেলনে নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দেন।