বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

গৃহহীনরা পাচ্ছেন নতুন ঘর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গৃহহীনরা পাচ্ছেন নতুন ঘর

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গৃহহীনরা পাচ্ছেন নতুন ঘর। ভূমিহীন, গৃহহীনদের জন্য ২৪৫টি ঘর তৈরির কাজ শুরু হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এ ঘর নির্মাণ করা হচ্ছে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ চরে গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে ৫০টি ঘর। অল্প দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে ঘরগুলোর। এরপর ঘর ও দুই শতাংশ জমির মালিকানা দলিল হস্তান্তর করা হবে। ঘরে থাকছে বারান্দা, টয়লেট ও রান্নার জন্য রুম। এ ছাড়া উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের চরডোমকান্দি গ্রামেও চলছে মুজিববর্ষ উপলক্ষে পাকা ঘর নির্মাণ কাজ। ইতোমধ্যে প্রস্তাবিত এলাকায় মাটি ভরাট শেষ হয়েছে। উপজেলা প্রশাসন বলছে, চরডোমকান্দি এলাকায় ১২৫টি ও সুজনের পাড়ায় ১০০টি ঘর নির্মাণের প্রাথমিক প্রস্তাবনা রয়েছে। জমি পরিমাপের দিকে খেয়াল রেখে ঘর নির্মাণ করা হবে। জায়গা সংকুলান না হলে করা হবে বিকল্প ব্যবস্থা। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এ উপজেলায় সর্বমোট ২৪৫টি ঘর নির্মাণ হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৭৫ টাকা। এরই মধ্যে পাকেরদহ গ্রামে ৫০টি ঘর নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। এ ঘরগুলোর ইটের গাঁথুনি, প্লাস্টার, রঙিন টিনের চালাসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। মাটি কেটে অপেক্ষাকৃত উঁচু জায়গায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। ফলে এই আবাসন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা নেই। পাকেরদহ গ্রামের হাকিম খাঁর ছেলে মতিন বলেন, তার সব জমি যমুনা নদীতে ভেঙে গেছে। চাষেরও কোনো জমি নেই। বেশ কিছুদিন আগে প্রশাসন থেকে লোকজন এসে নাম-ঠিকানা নিয়ে যায়। এখন শুনছি সরকারিভাবে পাকা ঘর করে দেওয়া হয়েছে। পরিবার পরিজন নিয়ে কাঁচা ঘরে থেকে রোদ, বৃষ্টি ও ঝড়ের সঙ্গে লড়াই করতে হয়েছে। এবার সরকারের পাকা ঘর পেলে শান্তি পাওয়া যাবে।

সর্বশেষ খবর