বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

পিআইওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার আলমের বিরুদ্ধে প্রকল্পের চাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। অভিযোগ সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার মহানন্দা নদীর পাড়ে মাটি ভরাটের জন্য ২০২১-২২ অর্থ বছরে ৯ দশমিক ১১৪১ মেট্টিক টন চাল বরাদ্দ দেয় উপজেলা কমিটি। গত ২০ ডিসেম্বর মাটি ভরাট কাজ শুরু হয়। ২২ ডিসেম্বর পিআইও কাউসার আলম মাত্র ৫০ হাজার টাকা শাহনাজকে দিয়ে বলেন, আপনাকে না জানিয়ে চাল বিক্রি করেছি। এজন্য আমি দুঃখিত। পরবর্তীতে আর এমন হবে না। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জানান, ৯ মেট্রিক টন চালের দাম ২ লাখ ৭৪ হাজার টাকা। আমাকে দিয়েছেন মাত্র ৫০ হাজার। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। কাউসার আলম জানান, আমি ওই প্রকল্পের টাকার কথা জানি না। প্রকল্পের সভাপতি টাকা আত্মসাৎ করেছে।

 

সর্বশেষ খবর